Digital Load Software

আপনার যদি মোবাইল রিচার্জ বা লোড এর দোকান থেকে থাকে তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য।
ব্যস্ততম লোডের দোকানগুলিতে কাস্টমারের মোবাইলে লোড দেওয়ার জন্য এক জনের বেশি লোকের দরকার হয়। যদি কাস্টমারের ভিড় থাকে তাহলে সময় বেশী লাগে এবং একসাথে অনেক কাস্টমার আসলে হিমশিম খেতে হয়।
আর এই সমস্যা সমাধানের জন্য আমরা তৈরী করেছি “Digital Load” সফটওয়্যার। যার মাধ্যমে মাত্র ৫ সেকেন্ডেই অটোমেটিক্যালি কাস্টমারের মোবাইলে ব্যালেন্স লোড দিতে পারবেন।
একটি কম্পিউটার বা ল্যাপটপে মোডেম এর মাধ্যমে লোডের সিম গুলো কানেক্টেড থাকবে। এক্ষেত্রে শুধুমাত্র মোবাইল নম্বর এবং এমাউন্ট দিলে রিচার্জ হয়ে যাবে এবং এতে বার বার পিন দেওয়ার ঝামেলা হবেনা।

Digital Load Software এর সুবিধা সমূহঃ

বার বার পিন দেওয়ার প্রয়োজন হয় না ।


কোন প্রকার ইন্টারনেট এর প্রয়োজন হয় না ।


কোন প্রকার হ্যাকিং এর ঝামেলা নেই (১০০% নিরাপদ)।


ইউটিলিটি বিল ( বিদ্যুৎ,পানি এবং গ্যাস ) প্রদানে সুবিধা।


সহজ এবং সময় কম লাগে (সর্বোচ্চ ৫ সেকেন্ড)


ভুল হওয়ার কোন সুযোগ নেই।


সকল মোবাইল অপারেটর সাপোর্ট করে।


সকল মোবাইল ব্যাংকিং অপারেটর সাপোর্ট করে।


পুনরায় লোড দিতে নতূন করে নম্বর টাইপ করতে হয়না।


দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা যেকোন তারিখের রিপোর্ট দেখা যায়।


সকল প্রকার রিচার্জ ডাটাবেজে ব্যাকআপ থাকে। যখন খুশি চেক করা যায়।


সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা সাপোর্ট।


NEED HELP? Call our support 24/7 at (+88) 01711991936 or Click to Chat