আপনার যদি মোবাইল রিচার্জ বা লোড এর দোকান থেকে থাকে তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য।
ব্যস্ততম লোডের দোকানগুলিতে কাস্টমারের মোবাইলে লোড দেওয়ার জন্য এক জনের বেশি লোকের দরকার হয়। যদি কাস্টমারের ভিড় থাকে তাহলে সময় বেশী লাগে এবং একসাথে অনেক কাস্টমার আসলে হিমশিম খেতে হয়।
আর এই সমস্যা সমাধানের জন্য আমরা তৈরী করেছি “Digital Load” সফটওয়্যার। যার মাধ্যমে মাত্র ৫ সেকেন্ডেই অটোমেটিক্যালি কাস্টমারের মোবাইলে ব্যালেন্স লোড দিতে পারবেন।
একটি কম্পিউটার বা ল্যাপটপে মোডেম এর মাধ্যমে লোডের সিম গুলো কানেক্টেড থাকবে। এক্ষেত্রে শুধুমাত্র মোবাইল নম্বর এবং এমাউন্ট দিলে রিচার্জ হয়ে যাবে এবং এতে বার বার পিন দেওয়ার ঝামেলা হবেনা।